Header Ads

তৃতীয় দফার নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কমিশন!

নজরবন্দি ব্যুরো: তৃতীয় দফার নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের। পুলিশ প্রশাসনে বেশকিছু রদবদল করল নির্বাচন কমিশন। থানাস্তরে একাধিক পুলিশ আধিকারিককে রাতারাতি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
একই সঙ্গে বিষ্ণুপুরের এসডিপিওকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবারই রাতারাতি মালদহ ভোটের আগে জেলার পুলিশ সুপার অর্নব ঘোষকে সরিয়ে দেয় কমিশন। আর ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে আরও বড় পদক্ষেপ কমিশনের।
অপরদিকে বিষ্ণুপুরের এসডিপিও’র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
পক্ষপাতিত্বের অভিযোগ সহ তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটের দিন সমস্যা তৈরি করতে পারেন এসডিপিও, এমনটাও আশঙ্কা প্রকাশ করেছিলেন সৌমিত্র। এমনই একাধিক অভিযোগ পাবার পরে এই উদ্যোগ নিল কমিশন। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.