Header Ads

শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিয়ে কি বললেন মুকুল রায়?

নজরবন্দি ব্যুরো: মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু কি বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্ন নিয়ে বেশ চর্চা চলছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে বাবা মুকুল রায় বলেন, শুভ্রাংশু পরিণত-সাবালক। ও বিজেপিতে যোগ দেবে কিনা সেটা ওকেই জিজ্ঞাসা করুন।
পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপিতে যোগদান নিয়ে এমনই কৌশলী মন্তব্য করলেন বিজেপির হেভি-ওয়েট নেতা মুকুল রায়ের।

মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় এক বছরের বেশি হয়ে গেল। মুকুল বাবুর তৃণমূল ছাড়ার পর থেকে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন উঠছে কবে মুকুল পুত্র তৃণমূল ছাড়বেন? শনিবার ফেসবুকে সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন শুভ্রাংশু। তিনি লিখেছেন, ‘অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গেছে।’

সূত্রের খবর, রাণাঘাটে প্রধানমন্ত্রীর সভা-মঞ্চে শুভ্রাংশু রায় বিজেপিতে নাম লেখাতে পারেন।
রবিবার সাংবাদিক বৈঠকে মুকুলকে প্রশ্ন করা হয়, ‘শুভ্রাংশু রায় কি বিজেপিতে যোগদান করতে চলেছেন?’ উত্তরে মুকুল রায় বলেন, ‘শুভ্রাংশু পরিণত ও সাবালক। জল্পনা তো অনেক কিছুই হতে পারে। মমতাও তো লাইন দিয়ে আছে।’




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.