Header Ads

কংগ্রেস সভাপতিকে কুকুরছানা-র সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা!

নজরবন্দি ব্যুরো: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পাপ্পু নাম নিয়ে বিতর্ক অনেক দিন ধরে চলে আসছে।
এবার সেই নামের সঙ্গে রাহুল গান্ধীকে ‘Puppy’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা গণপত ভাসাভা। যার অর্থ দাঁড়ায় কুকুরছানা।

 নির্বাচনের সময়ে রাজনৈতিক নেতাদের পারস্পরিক আক্রমণের শালীনতার সীমা ছাড়িয়ে যায় এমন উদাহরণ বহু আছে। নির্বাচন কমিশন বা আদালতের ভর্ৎসনা কোনোকিছুতেই যে আর কোনও কাজ হয় না তার প্রমাণ মিলেছে বহুবার।
এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে সেই প্রমাণ আবারও একবার পাওয়া গেল। সৌজন্যে গুজরাতের বিজেপি নেতা গণপত ভাসাভা। শনিবার গুজরাতের নর্মদা জেলায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘কুকুরছানা’-র সঙ্গে তুলনা করেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.