মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের কৃষকরা টাকা পাননি! অভিযোগ রাজনাথ সিংয়ের
নজরবন্দি ব্যুরো: গোটা দেশের কৃষকদের আর্থিক অনুদান দিয়েছে বিজেপি সরকার। কিন্তু বাংলার কৃষকরা সেই সাহায্য পাননি। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের কাছে রাজ্যের কৃষকদের তালিকা পাঠাননি।
এমন গুরুতর অভিযোগ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হাওড়ার আমতায় রাজনাথ সিং উলুবেড়িয়া কেন্দ্রে বিজেপির প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার জনসভাতে উপস্থিত ছিলেন। সেখানে রাজনাথ সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগ করেন, ‘‘প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনায় সারা দেশের কৃষকরা ৬ হাজার টাকা করে পাবে। ইতিমধ্যেই ৪ হাজার টাকা পেয়ে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় প্রকল্প বাংলার কৃষকদের কাছে পৌছতেই দিচ্ছেন না। সেক্ষেত্রে বাংলার কৃষকদের বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’

No comments