Header Ads

৫-০ করে ফেলেছি, দাবি মুকুল রায়ের

নজরবন্দি ব্যুরো: দেশে ৯৫টি কেন্দ্রে ভোট-গ্রহণ চলছে। অথচ অশান্তির খবর পাওয়া যাচ্ছে এই বাংলাতে। বৃহস্পতিবার ভোট নিয়ে অভিযোগ করলেও মোটের উপরে সন্তোষজনক হয়েছে বলে জানালেন মুকুল রায়।
দলের রাজ্য দফতরে বিজেপি নেতা বলেন,''রাজ্য প্রশাসনকে দলের ক্যাডারে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়''। এর পাশাপাশি মুকুলের দাবি, ৫-০ করে ফেলেছি।

মুকুল রায়ের কথায়,''চোপড়ার বিভিন্ন প্রান্তে রাজ্যের বাহিনী থাকায় মানুষ ভোট দিতে অস্বীকার করেছে।
মানুষের আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে। অন্য রাজ্যে খুন হয় না। মমতা দিদি জানেন ভোট যদি ইভিএম পর্যন্ত পৌঁছতে পারে তাহলে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। প্রকাশ্যে রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে মারধরের হুঁশিয়ারি দিচ্ছেন। ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন মমতা''। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.