বিজেপি সাংসদের গায়ে জুতো ছোঁড়ার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: বিজেপি সাংসদের গায়ে জুতো ছোঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক চলাকালীন এই জুতো ছোঁড়ার ঘটনা ঘটে।
সাংবাদিক বৈঠক করছিলেন বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও। হঠাতই একটি জুতো উড়ে আসে তাঁর দিকে।
কোনওক্রমে রক্ষা পান নরসিমা। জুতোটি একটুর জন্য তাঁর গায়ে লাগেনি।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হাতাহাতি বেঁধে যায় ওই ঘরের মধ্যে। এক ব্যক্তি ওই সাংসদকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। পরে ওই অভিযুক্তকে মিডিয়া রুমের বাইরে বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সাংবাদিক বৈঠক।
সাংবাদিক বৈঠক করছিলেন বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও। হঠাতই একটি জুতো উড়ে আসে তাঁর দিকে।
কোনওক্রমে রক্ষা পান নরসিমা। জুতোটি একটুর জন্য তাঁর গায়ে লাগেনি।

No comments