Header Ads

জমি হারাচ্ছে শাসক? রাজ্যের ৪২ টি আসনের জনমত সমীক্ষা (ফাইনাল রাউন্ড) #Exclusive

জিনিয়াস ক্রিয়েটিভ মিডিয়া এবং নজরবন্দির যৌথ জনমত সমীক্ষা(ফাইনাল রাউন্ড) 
লোকসভা নির্বাচন ২০১৯(পশ্চিমবঙ্গ)
নজরবন্দি ব্যুরোঃ শিয়রে লোকসভা নির্বাচন, সব দলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে। রাজ্যের শাসক দল তৃণমূলের লক্ষ পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ৪২টি আসনেই জয়লাভ করে জাতীয় রাজনীতিতে নিজেদের আধিপত্য বাড়ানো। অন্যদিকে উত্তরপ্রদেশ সহ মধ্যভারতে শক্তি কমতে থাকায় বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে জয় নিশ্চিত করতে চেয়েছেন ২৩ টি আসনে। কিন্তু সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বের সেই আশা আপাতত মিটছে না।

বামফ্রন্ট নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে নেমেছে, বামেদের প্রার্থী তালিকা অন্যদল গুলির যথেষ্ট চিন্তা বাড়িয়েছে। অন্যদিকে কংগ্রসের গড়ে হানা দিয়েছে তৃণমূল, ক্ষত একেবারে গনি খানের বাড়িতেই। খোদ মৌসম এবারে তৃণমূলের প্রার্থী! এই অবস্থায় সোশ্যাল মিডিয়া এবং স্যাম্পেল ভোটারের ওপর ভিত্তি করে জনমত সমীক্ষার কাজটা বেশ কঠিন ছিল। সোশ্যাল মিডিয়ায় জনমত সমীক্ষায় বামেরা প্রায় প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকলেও বেশ কিছুটা পিছিয়ে পড়েছে সার্বিক সমীক্ষায়। 

গ্রাম বাংলায় ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সমর্থকদের বিজেপি হওয়ার প্রবনতা আটকাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যার্থ হয়েছে বামেরা। অন্যদিকে কিছু প্রার্থীর ক্ষেত্রে জনগন বিভ্রান্ত, কারন হিসেবে দেখা গেছে প্রার্থী পছন্দ হলেও অনেক ক্ষেত্রে দলকে পছন্দ করছেন না ভোটার রা। যার সব থেকে বড় উদাহরন যাদবপুর লোকসভা কেন্দ্র। যদিও যাদবপুর আসনটি একমাত্র আসন হতে চলেছে যেখানে লড়াই দেবে বামেরা এবং অল্প মার্জিনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূলের ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা গত কয়েকটি নির্বাচনে বাহুবলের ওপর ভিত্তি করে ভোট করানোর প্রবনতা। জনগনের একটা অংশ দাবী করেছেন ভোট তো তৃণমূলকেই দিতাম তাও দিতে দেয়নি পঞ্চায়েতে! এই সংখ্যাটা নেহাত কম নয়। তবুও অভিযোগকারীদের কথা শুনে মনে হয়নি তাঁরা ভোট দেওয়ার সুযোগ পেলে তৃণমূল ছেড়ে অন্য কোথাও দেবেন। তৃণমূলের সব থেকে প্লাস পয়েন্ট হিসেবে আমাদের সমীক্ষায় উঠে এসেছে সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প। পাশাপাশি রাস্তা ঘাটের আমূল সংস্কার। বিরোধী দলের সমর্থকদের মধ্যে একটা বড় অংশ জানিয়েছেন কাজ হয়েছে প্রচুর, তবে চুরিও হয়েছে দেদার। তৃণমূল সাংসদদের লোকসভায় খারাপ প্রারফর্মেন্স তেমন প্রভাব ফেলবে না নির্বাচনে। মমতা ব্র্যান্ডে এখনও ভরসা করছে রাজ্যের মানুষ।

বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে প্রতিদিন, কিন্তু বাদ সেধেছে রাজ্যের দূর্বল নেতৃত্ব। তৃণমূল বা অন্য দল থেকে ভাঙিয়ে এনে প্রার্থী করায় বেশ কিছু আসনে লড়াই করার জায়গা হারিয়েছে বিজেপি। তবে সার্বিক ভাবে বামেদের যা ভোট ব্যাঙ্ক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দিকে সরে এসেছিল তার অনেকটাই ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। উত্তরবঙ্গে একচ্ছত্র দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির।

কংগ্রেস ক্রমাগত দূর্বল হয়েছে, নিজেদের মালদা মূর্শিদাবাদ গড়েও শক্তি কমেছে কংগ্রেসের। বিধানসভা নির্বাচনে বামেদের কমিটেড ভোট কংগ্রেসে পড়ায় বেশ কিছু আসন তখন পেলেও রাজ্যে শতাংশের দিক থেকে কংগ্রেসের অবস্থা থাকবে নোটার আশেপাশে!

কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?
তৃণমূল রাজ্যে সার্বিক ভাবে পেতে পারে ৪২% ভোট
বামফ্রন্ট পেতে পারে ৮% ভোট
বিজেপি পেতে পারে ৪০% ভোট
কংগ্রেস পেতে পারে ৬% ভোট
অন্যান্য সহ নোটা পেতে পারে ৪%

সার্বিক ফলাফল- কোন দল পেতে পারে কটি আসন।
তৃণমূলঃ ২৩ 
বামফ্রন্টঃ ০১ 
বিজেপিঃ ১৫ 
কংগ্রেসঃ ০২ 
অনিশ্চিতঃ০১


আসন ভিত্তিক ফলাফল কি হতে পারে?
১. কোচবিহার : বিজেপি
২. আলিপুরদুয়ার : বিজেপি 
৩. জলপাইগুড়ি : বিজেপি
৪. দার্জিলিং : বিজেপি 

৫. রায়গঞ্জ : বিজেপি
৬. বালুরঘাট : বিজেপি

৭. মালদহ উত্তর : অনিশ্চিত (বিজেপি বনাম তৃণমূল)
৮. মালদহ দক্ষিণ : কংগ্রেস 
৯. জঙ্গিপুর : তৃণমূল
১০. মুর্শিদাবাদ : তৃনমূল 
১১. হাওড়া : তৃণমূল 
১২. উলুবেড়িয়া : তৃণমূল 
১৩. শ্রীরামপুর : তৃণমূল 
১৪. হুগলী : তৃণমূল 
১৫. আরামবাগ : তৃণমূল 
১৬. বর্ধমান পূর্ব : তৃণমূল 
১৭. বর্ধমান-দুর্গাপুর : বিজেপি
১৮. বোলপুর : তৃণমূল 
১৯. বহরমপুর : কংগ্রেস 
২০. কৃষ্ণনগর : তৃণমূল 
২১. রাণাঘাট : বিজেপি 
২২. বনগাঁ : তৃণমূল 
২৩. বারাকপুর : বিজেপি 
২৪. দমদম : তৃনমূল
২৫. বারাসত : তৃণমূল 
২৬. বসিরহাট : তৃণমূল 
২৭. জয়নগর : তৃণমূল 
২৮. মথুরাপুর : তৃণমূল 
২৯. ডায়মন্ড হারবার : তৃনমূল
৩০. যাদবপুর : বামফ্রন্ট 
৩১. কলকাতা দক্ষিণ : তৃণমূল 
৩২. কলকাতা উত্তর : তৃণমূল 
৩৩. তমলুক : তৃণমূল 
৩৪. কাঁথি : তৃণমূল 
৩৫. ঘাটাল : তৃণমূল
৩৬. ঝাড়গ্রাম : বিজেপি
৩৭. মেদিনীপুর : বিজেপি

৩৮. পুরুলিয়া : বিজেপি
৩৯. বাঁকুড়া : বিজেপি
৪০. বিষ্ণুপুর : বিজেপি

৪১. আসানসোল : বিজেপি
৪২. বীরভূম : তৃণমূল

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.