Header Ads

এবার আসছে মহিলা আইপিএল।কোথায় হবে কটা দলের মধ্যে খেলা সব জানালো বোর্ড।

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল এর পর শুরু হবে বিশ্বকাপ। সব দেশ এখন তারই প্রস্তুতিতে ব্যাস্ত। দল কেমন হবে কে কে সুযোগ পাবেন তানিয়ে চলছে জোর চর্চা।এসবের মাঝে আরও একটি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সিওএ কমিটি। মহিলাদের আইপিএল আয়োজন করার কথা জানিয়েছে ভারতীয় বোর্ড।

 তবে সেটাকে মিনি আইপিএল বলাই যথাযথ হবে। কারণ, মাত্র তিনটি দলকে নিয়ে আয়োজিত হবে আইপিএল। মোট ম্যাচ হবে চারটি। রাত আটটা থেকেই দেখানো হবে ম্যাচগুলি। একটি ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি ম্যাচগুলি হবে বেঙ্গালুরুতে। ম্যাচের তারিখ নিয়ে এখনও পাকাপাকি কিছু জানায়নি বোর্ড।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.