পথ হারাল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার!
নজরবন্দি ব্যুরো: হেলিকপ্টার বিভ্রাটে পড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক প্রচার সভা থেকে অন্য সভায় যাওয়ার মাঝে রাস্তা হারায় তৃণমূল নেত্রীর কপ্টার।
এদিন চোপড়ার সভার উদ্দেশে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। আর সেই সময় মাঝপথে রাস্তা ভুলে কপ্টারটি ঢুকে পড়ে বিহারে। যে রাস্তা ২২ মিনিটে যাওয়ার কথা ছিল, সেটা যেতে সময় লাগে ৫৫ মিনিটেরও বেশি। কেনও এমন পরিস্থিতি তৈরি হল, তা এখনও জানা যায়নি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ওই দিন হবে প্রথম দফার নির্বাচন। তাই তার আগে জোরকদমে চলছে প্রচার। এদিন তাঁর প্রথম সভা ছিল চোপড়ায়। আর সেখানে যাওয়ার পথেই এই বিভ্রাট ঘটে।
বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ওই দিন হবে প্রথম দফার নির্বাচন। তাই তার আগে জোরকদমে চলছে প্রচার। এদিন তাঁর প্রথম সভা ছিল চোপড়ায়। আর সেখানে যাওয়ার পথেই এই বিভ্রাট ঘটে।

No comments