Header Ads

প্রায় দু-বছর পর পাহাড়ে পা রাখছেন বিমল গুরুং? অশান্তির আশঙ্কা

নজরবন্দি ব্যুরো: প্রায় দু-বছর পর বৃহস্পতিবার পাহাড়ে পা রাখছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। ২০১৭ সালের জুন মাসে পাহাড়ে অশান্তির পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিলোনা  গুরুংকে। যদিও তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে রাজ্য সরকার।
বিমল গুরুং বাগডোগরায় যাবেন বলে খবর ছড়িয়েছে।  ফলে নতুন করে পাহাড় উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পাল্টা ব্যবস্থা নিতে পারে রাজ্য প্রশাসন।

এবারের নির্বাচনে প্রার্থী হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিমল গুরুং, রোশন গিরিরা। শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি নবীন সিংয়ের বেঞ্চ গুরুংদের আবেদন খারিজ করে দিয়ে মামলাটি পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। .
যথাযথ শুনানি করে মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৮ এপ্রিল দার্জিলিং ভোটে গুরুং, রোশনদের মতপ্রকাশের সুযোগ দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গুরুংদের আইনজীবী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.