প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ফ্লপ শোয়ে পরিণত হল: সূর্যকান্ত মিশ্র
নজরবন্দি ব্যুরো: "দেশের জন্য বিপজ্জনক বিজেপি সরকার। আর ওই সরকারের প্রতিনিধিত্ব করছেন মোদী। মোদী সরকার দেশদ্রোহী সরকার।" সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে একথা বললেন সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র।
গতকাল শিলিগুড়ি ও কলকাতায় দুটি জনসভা করেন প্রধানমন্ত্রী।
এই নিয়ে মিশ্র বলেন, "ব্রিগেডকে দূষিত করেছেন। এর আগেও সমাবেশের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডকে অপমান করেছিলেন। ওখানে যে সেট বানানো হয়েছে, তার অনুমতি ছিল কি না, সেটা আমরা জানি না। এর আগে কোনও জনসমাবেশ এই ভাবে সেট বানিয়ে হয়েছে বলে মনে পড়ছে না।
মোদীর জনসমাবেশ এবং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশ যোগ করে যা হবে, তার থেকে বেশি মানুষের জমায়েত হয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে। বৃহত্তর ব্রিগেড হয়েছিল সেদিন। সেটা আজ প্রমাণ হল। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ফ্লপ শোয়ে পরিণত হল।"
গতকাল শিলিগুড়ি ও কলকাতায় দুটি জনসভা করেন প্রধানমন্ত্রী।
মোদীর জনসমাবেশ এবং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশ যোগ করে যা হবে, তার থেকে বেশি মানুষের জমায়েত হয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে। বৃহত্তর ব্রিগেড হয়েছিল সেদিন। সেটা আজ প্রমাণ হল। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ফ্লপ শোয়ে পরিণত হল।"

No comments