মোদীর বাড়িতে কোটি কোটি টাকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আয়কর বিভাগ হানা দিক। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। আয়কর বিভাগকে রীতিমতো এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্ট্যালিন।
স্ট্যালিনের কথায়, 'প্রধানমন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে রাখা আছে। আমি সিওর। আয়কর বিভাগকে বলছি, প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দিতে তৈরি?' একই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে নালানিস্বামী ও উপ-মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভমের বাড়িতেও তল্লাশির আর্জি জানিয়েছেন স্ট্যালিন।
ডিএমকে সুপ্রিমো আরও বলেন, পন্নিলসেলভমের ছেলে যে আসন থেকে লড়ছেন সেই এলাকায় কয়েক দিন আগেই কোটি কোটি টাকা বিলি করা হয়।
আসলে সম্প্রতি ডিএমকে-র আর্থিক তহবিলের দায়িত্বে থাকা দোরাই মুরুগানের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। এরপরই আয়কর বিভাগকে প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার আবেদন করেন এই নেতা।
স্ট্যালিনের কথায়, 'প্রধানমন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে রাখা আছে। আমি সিওর। আয়কর বিভাগকে বলছি, প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দিতে তৈরি?' একই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে নালানিস্বামী ও উপ-মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভমের বাড়িতেও তল্লাশির আর্জি জানিয়েছেন স্ট্যালিন।
ডিএমকে সুপ্রিমো আরও বলেন, পন্নিলসেলভমের ছেলে যে আসন থেকে লড়ছেন সেই এলাকায় কয়েক দিন আগেই কোটি কোটি টাকা বিলি করা হয়।

No comments