তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, নির্বাচনের মুখে ফের উত্তপ্ত ভাঙড়
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মুখে এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। এবার তৃণমূল কংগ্রেস করার অপরাধে গলায় দাঁ-এর কোপ মারার চেষ্টা। অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে।
এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বেঁওতা গ্রামে। আহত ওই তৃণমূল সমর্থকের নাম নবকুমার মণ্ডল। এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, বুধবার বাড়ির সামনে উঠোনে কাজ করছিলেন নবকুমার মণ্ডল। অভিযোগ, আচমকাই প্রবীর সিং নামে স্থানীয় এক বিজেপি কর্মী দাঁ নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রথমে তিনি সরে যান, তাঁর স্কুটি ভাঙচুর করে প্রবীর। এরপর দাঁ নিয়ে তাঁর গলায় কোপ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। .
তিনি তাঁকে ঠেলে সরিয়ে দিলে, হাতে ও বুকে দাঁ-এর কোপ লাগে। পরে তাঁর আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় প্রবীর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে যান ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম।
এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বেঁওতা গ্রামে। আহত ওই তৃণমূল সমর্থকের নাম নবকুমার মণ্ডল। এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, বুধবার বাড়ির সামনে উঠোনে কাজ করছিলেন নবকুমার মণ্ডল। অভিযোগ, আচমকাই প্রবীর সিং নামে স্থানীয় এক বিজেপি কর্মী দাঁ নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রথমে তিনি সরে যান, তাঁর স্কুটি ভাঙচুর করে প্রবীর। এরপর দাঁ নিয়ে তাঁর গলায় কোপ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। .

No comments