মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রীর থেকে বেশি: মমতা বন্দ্যোপাধ্যায়
নজরবন্দি ব্যুরো: ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বঙ্গে বিজেপিকে আটকাটে চেষ্টা কিছু কম করছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য চষে ফেলছেন তিনি। প্রচণ্ড গরমও তাঁকে হার মানাতে ব্যর্থ।
আর প্রতি সভাতে বিরোধীদের তীব্র আক্রমণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় তেমনই এক জনসভায় মমতা বলেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রীর থেকে বেশি। এদিন তৃণমূল-নেত্রী বলেন, 'প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কোনও ফারাক নেই। একটা দেশের প্রধান, আরেকটা রাজ্যের।
স্বাধীনতার আগে রাজ্যের প্রধানকে প্রধানমন্ত্রীই বলা হত।'
মমতার দাবি, 'মুখ্যমন্ত্রীর ক্ষমতা বেশি। প্রধানমন্ত্রী অর্থ, বিদেশ (মন্ত্রক) দেখে। মুখ্যমন্ত্রী অর্থ থেকে কৃষি সবটা দেখতে হয়।' এর পরই বিরোধীদের উদ্দেশে একযোগে আক্রমণ শানান তিনি।
আর প্রতি সভাতে বিরোধীদের তীব্র আক্রমণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় তেমনই এক জনসভায় মমতা বলেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রীর থেকে বেশি। এদিন তৃণমূল-নেত্রী বলেন, 'প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কোনও ফারাক নেই। একটা দেশের প্রধান, আরেকটা রাজ্যের।
মমতার দাবি, 'মুখ্যমন্ত্রীর ক্ষমতা বেশি। প্রধানমন্ত্রী অর্থ, বিদেশ (মন্ত্রক) দেখে। মুখ্যমন্ত্রী অর্থ থেকে কৃষি সবটা দেখতে হয়।' এর পরই বিরোধীদের উদ্দেশে একযোগে আক্রমণ শানান তিনি।
কোন মন্তব্য নেই