Header Ads

প্রবল চাপে ভারতী! জিজ্ঞাসাবাদ করছে সিআইডি

নজরবন্দি ব্যুরো: বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিআইডি কর্তারা। এদিন সকাল থেকেই প্রাক্তন আইপিএসের মেদিনীপুরের বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান। চারটি দলে ভাগ এই অভিযান শুরু করে সিআইডি।
সকালেই ফোন করেন সিআইডি গোয়েন্দারা।
কখন তিনি ওই বাড়িতে থাকছেন তা জানতে চান তারা। মেদিনীপুরের বাড়িতেই ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
দাসপুর সোনা হাতান কাণ্ডে ভারতী ঘোষের নাম জড়িয়ে যায়। সেই ঘটনাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

কয়েক দিন আগেই ঘাটালের বিজেপি প্রার্থীকে নোটিশ দিয়ে ভবানীভবনে দেখা করতে বলে সিআইডি।
কিন্তু ওই দিন মনোনয়ম পেশের কথা থাকায় ভবানীভবনে জাননি ভারতী ঘোষ। তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিক কর্মসূচির সব কিছুই সরকারকে জানানো হয়েছে, তবু তাঁকে হেনস্থা করতেই মনোনয়ন পেশের দিনই ডাকছে সিআইডি কর্তারা।

গতকাল সিআইডির দফতরে যাননি মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার। তারপরই এদিন তাঁর মেদিনীপুরের অস্থায়ী বাড়িতে চলে সিআইডি তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.