নির্বাচনের কাজে গিয়ে নিখোঁজ অফিসার!
নজরবন্দি ব্যুরো: নিখোঁজ কমিশনের নোডাল অফিসার অর্ণব রায়। ভোটের দিন বৃহস্পতিবার সকালে ভোটের কাজে নদিয়ার বিপ্রদাসপাল চৌধুরী পলিটেকনিক কলেজে যান অর্ণব।
আর তারপর থেকে খোঁজ নেই তাঁর। বন্ধ তাঁর মোবাইলও। রাতেই কোতওয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করে জেলা প্রশাসন।
জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করছে। সবদিক খতিয়ে দেখা তদন্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে খোঁজ নেই তাঁর। সুইচ অফ অর্ণবের দু’টি মোবাইল ফোনও। তবে অর্ণব রায়ের গাড়িটি পাওয়া গিয়েছে। গাড়িচালকও অর্ণব নিয়ে কোনও তথ্য দিতে পারেননি।
আর তারপর থেকে খোঁজ নেই তাঁর। বন্ধ তাঁর মোবাইলও। রাতেই কোতওয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে খোঁজ নেই তাঁর। সুইচ অফ অর্ণবের দু’টি মোবাইল ফোনও। তবে অর্ণব রায়ের গাড়িটি পাওয়া গিয়েছে। গাড়িচালকও অর্ণব নিয়ে কোনও তথ্য দিতে পারেননি।

No comments