তিক্ততা ভুলে এক মঞ্চে মুলায়ম-মায়াবতী!
নজরবন্দি ব্যুরো: প্রায় ২৪ বছর পর ফের ফ্রেমে মুলায়ম-মায়াবতী। নিজের নির্বাচনী সভায় মায়াবতীকে স্বাগত জানালেন মুলায়ম সিং যাদব। অতীতের তিক্ততা ভুলে মুলায়মের গলায় আবেগের ভাষণ।
মায়াবতী জানালেন, মুলায়ম হলেন পিছিয়ে পড়া জাতির আসল নেতা। মোদীর মত ভুয়ো নেতা নন। ১৯৯৫ এর পর এমন দৃশ্য দেখা যায়নি।
প্রচারের শুরুতেই ভাষণ দেন সপার প্রাক্তন প্রধান ও নেতাজী মুয়াম সিং যাদব। .
তিনি বলেন, ‘‘মায়াবতীজীকে অনেক ধন্যবাদ আজকের সভাতে যোগ দেওয়ার জন্য। সময়ের দাবি মেনে উনি সপার হাত ধরেছেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ।’’ বক্তব্য রাখার সময় বর্ষীয়ান নেতা আজ প্রথম থেকে আবেগ তাড়িত ছিলেন। তিনি বলেন, ‘‘ শেষবার আমি ভোটে লড়ছি। আমার প্রার্থনা থাকবে বেশি ভোটের ব্যবধানে আমাকে জেতান আপনারা।’’
মায়াবতী জানালেন, মুলায়ম হলেন পিছিয়ে পড়া জাতির আসল নেতা। মোদীর মত ভুয়ো নেতা নন। ১৯৯৫ এর পর এমন দৃশ্য দেখা যায়নি।
প্রচারের শুরুতেই ভাষণ দেন সপার প্রাক্তন প্রধান ও নেতাজী মুয়াম সিং যাদব। .

No comments