Header Ads

নির্বাচনের খরচ জোগাতে নিজের জার্সি নিলাম করবেন বাইচুং!

নজরবন্দি ব্যুরোঃ এ বছরের লোকসভা নির্বাচনে এই প্রথমবার লড়তে চলেছে হামরো সিকিম পার্টি। আর নির্বাচনে লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহে নেমে পড়েছেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি তাঁর প্রিয় দু'‌টি জার্সি নিলাম করবেন বলে জানা গিয়েছে।

এই নিলাম থেকে যে অর্থ উঠবে তা দিয়েই আসন্ন নির্বাচনের বিভিন্ন খরচ চালানো হবে।টুইটারে এই ফুটবলার তথা রাজনীতিবিদ বাইচুং বলেন, '‌প্রিয় ফুটবলের ভক্তরা এবং ভারতীয়রা, আমরা সিকিমে একটি রাজনৈতিক দল গঠন করেছি। অন্য রাজ্যগুলির মতো এখানেও দুর্নীতি, বেকারত্ব, কৃষক সমস্যা সহ বিভিন্ন ইস্যু রয়েছে। এই নির্বাচনী লড়াইয়ে আপনাদের সমর্থন চাই।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.