টাকা নিন, ভোট দেবেন দিদিকে! মন্তব্য মুনমুন সেনের
নজরবন্দি ব্যুরো: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে আসানসোলে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এক দলীয় সমাবেশে তার মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। মুনমুন সেনের অভিযোগ, বিজেপি ভোট প্রচারে টাকা ছড়াচ্ছে। তবে তিনি বলেন, টাকা নিন, কিন্তু ভোট দিন তৃণমূলের প্রতীকে।
এদিন রানিগঞ্জে প্রচার সারেন মুনমুন সেন। তিনি বলেন, তিনি( মুনমুন) কারও টাকা নেয় না।
তাঁর টাকার দরকার নেই বলেও জানান মুনমুন। মুনমুন সেন জনতার উদ্দেশে বলেন, তোমাদেরও দরকার নেই। বাইরে থেকে আসা অন্য পার্টির লোকজন জনগণকে লোভ দেখাবে। সে টাকাটা হয়ত দেবে। নিয়ে নিও। কিন্তু ভোটটা দেবেন দিদিকে।
এদিন রানিগঞ্জে প্রচার সারেন মুনমুন সেন। তিনি বলেন, তিনি( মুনমুন) কারও টাকা নেয় না।
তাঁর টাকার দরকার নেই বলেও জানান মুনমুন। মুনমুন সেন জনতার উদ্দেশে বলেন, তোমাদেরও দরকার নেই। বাইরে থেকে আসা অন্য পার্টির লোকজন জনগণকে লোভ দেখাবে। সে টাকাটা হয়ত দেবে। নিয়ে নিও। কিন্তু ভোটটা দেবেন দিদিকে।
Loading...
কোন মন্তব্য নেই