Header Ads

বিজেপি তে যোগ দিতে চলেছেন অভিনেত্রী জয়া প্রদা।

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রদা এবার যোগ দিতে চলেছেন বিজেপি তে। সূত্রের খবর, এদিনই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের রামপুর আসন থেকেই বিজেপির টিকিটে লড়বেন তিনি। জয়ার রাজনৈতিক ইতিহাস চঞ্চলা।

 তিনি বেশ কিছু দলের প্রতিনিধিত্ব করেছেন যেমন ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত সেই দলে ছিলেন তিনি তারপর ২০১০ সালে দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কৃত করা হলে ২০১১ সালে তিনি অমর সিংকে নিয়ে রাষ্ট্রীয় লোক মঞ্চ নামে দল তৈরি করেন। সেই দলের প্রভাব তৈরি না হওয়ায় জয়াপ্রদা ২০১৪ সালে রাষ্ট্রীয় লোকদলে যোগ দেন। আর এবার বিজেপি তে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.