স্বপ্নাকে বিয়ে করুক রাহুল! কুরুচিকর মন্তব্য গেরুয়া নেতার
নজরবন্দি ব্যুরো: দু-দিন আগে কংগ্রেসে যোগ দেন বিগবস প্রতিযোগী স্বপ্না চৌধরি। আর তার পর থেকেই শুরু হয়ে যায় তাঁকে ঘিরে কুরুচিকর আক্রমণ। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গে স্বপ্নাকে তুলনা করে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি বলেন, স্বপ্নার মতো সনিয়া গান্ধীও ছিলেন ড্যান্সার। তিনি বলেন, রাজীব গান্ধীর পথে পা বাড়াচ্ছেন রাহুল গান্ধী।
স্বপ্নাকে বিয়ে করার পরামর্শ দেন সুরেন্দ্র সিং।
সুরেন্দ্র বলেন, স্বপ্নার মতো ইতালিতে এই জীবিকায় ছিলেন সনিয়াও। তাই স্বপ্নাকে বিয়ে করে পরিবারের ঐতিহ্য বজায় রাখা উচিত রাহুলের। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ‘চরিত্রবান’ ও ‘সৎ’ নেতার বিরুদ্ধে ড্যান্সারদের ভোট প্রচারে নামালে মানুষ মেনে নেবে না। রাজনীতিতে বিশ্বাস হারিয়ে, নৃত্যশিল্পীদের উপর ভরসা করছে কংগ্রেস।
সুরেন্দ্র বলেন, স্বপ্নার মতো ইতালিতে এই জীবিকায় ছিলেন সনিয়াও। তাই স্বপ্নাকে বিয়ে করে পরিবারের ঐতিহ্য বজায় রাখা উচিত রাহুলের। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ‘চরিত্রবান’ ও ‘সৎ’ নেতার বিরুদ্ধে ড্যান্সারদের ভোট প্রচারে নামালে মানুষ মেনে নেবে না। রাজনীতিতে বিশ্বাস হারিয়ে, নৃত্যশিল্পীদের উপর ভরসা করছে কংগ্রেস।
Loading...
কোন মন্তব্য নেই