Header Ads

তৃণমূল কার্যালয়ের গেটে ফুটল পদ্ম! অভিযুক্ত বিজেপি। দূর্বল হচ্ছে তৃণমূল?

রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ লোকসভা নির্বাচন আসন্ন, ভোট গ্রহনের সময় এগিয়ে আসার সাথে সাথে রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন দল ভাঙিয়ে নিজের প্রার্থী করতে ব্যাস্ত বিজেপি। তৃণমূল কটাক্ষ করে দেওয়াল লিখছে। পিছিয়ে নেই বামেরাও। রাজনৈতিক উত্তাপে কিছুদিন আগে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের দেওয়াল লিখনে কাদা মাখানোর অভিযোগে বীরভূমে মার খেয়েছিলেন বিজেপির বুথ সভাপতি। আর আবার সেই একই অভিযোগে বিদ্ধ হল বিজেপি।   
আগামী ২৯ শে এপ্রিল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল-এর সমর্থনে গতকাল সন্ধ্যায় কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেস মেঝিয়ারী গ্ৰামে প্রধান কার্য্যালয়ে কর্মীদের নিয়ে দলীয় বৈঠক হয়েছিল। রাত পেরিয়ে সকাল হতে দেখা যায় তৃনমূল কংগ্রেসের প্রধান কার্য্যালয়ের গেটে কেউ এঁকে দিয়ে গেছে পদ্ম ফুল! পাশাপাশি স্লোগান। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায খুলে বিজেপি পতাকা লাগিয়ে দেওয়া হয়। তৃনমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এইরকম কাজ করছে।
প্রশ্ন উঠছে তৃণমূলের পড়োবোল প্রতাপের মধ্যেও কযদি বিজেপি কর্মীরা তাঁদের কার্যালয়ের গেটে দলীয় প্রতীক এঁকে দেওয়ার সাহস পায় তা কি তৃণমূলের শক্তি হ্রাসের ইঙ্গিত? 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.