ঘাটালে চূড়ান্ত বিড়ম্বনায় বিজেপি, তৃণমূলের থেকেও বড় প্রতিপক্ষ ভারতীর ইতিহাস!
নজরবন্দি ব্যুরোঃ বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার তথা একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য আইপিএস অফিসার ভারতী ঘোষ। তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। বিজেপি নেতা কর্মীদের সাথে নিয়ে প্রচারে বেরিয়েছেন ভারতী ঘোষ। কিন্তু প্রচারে তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার অতীত জীবন। একদা মমতা বন্দ্যোপাধ্যায় কে জঙ্গলমহলের মা বলতেন তিনি এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দোলের বিরুদ্ধেই তার লড়াই।
ভারতী পুলিশ সুপার থাকাকালীন তৃণমূলের হয়ে ভোট করানো, শাসক দোলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে মামলা সাজানো সবই করেছেন বলে শোনা যায়। আর এবার বিজেপি প্রার্থী হয়ে সেগুলোই বুমেরাং হয়ে ফিরছে তার দিকে। বিজেপি শিবিরও পড়েছে চূড়ান্ত অস্বস্তিতে, অবস্থা এমনই গুরুতর যে দিলীপ ঘোষকেও ঢোক গিলে নামতে হয়েছে ড্যামেজ কন্ট্রোলে। তাঁকে পাশে নিয়ে দিলীপ ঘোষ বলেছেন " ভারতী ঘোষ যখন পুলিশ অফিসার ছিলেন, তখন সরকারের পাশাপাশি ওঁর বিরুদ্ধেও আমরা অভিযোগ করেছিলাম। এখন উনি আমাদের দলের কর্মী, প্রার্থী। সরকারে থাকতে ওঁকে যা সহ্য করতে হয়েছে, উনিও সেটা লোককে বলবেন।"
অন্যদিকে পিংলা বিস্ফোরন, সবং-এ ছাত্র খুন তা ছাড়া যে দাসপুরের সোনা প্রতারণা সব কিছুতেই নাম জড়িয়েছে তার। আর দূর্ভাগ্যভাবে সেই পিংলা, সবং, দাসপুর সবকটি এলাকাই লোকসভা কেন্দ্র ঘাটালের অন্তর্ভূক্ত। তাই এলাকাবাসী দ্বিধাগ্রস্ত, তৃণমূলের বিরুদ্ধে কিভাবে ভোট দেবেন তাঁকে! ভারতী বিজেপি হয়ে গিয়ে কি এখন ভাল হয়ে গেছেন? যদিও প্রচারে ভারতীর বক্তব্য "ও সব মিথ্যা মামলা"। এখানে প্রশ্ন ওঠে তাহলে দিলীপ বাবুরাও মিথ্যা মামলা করেছিলেন? যাদের দলের প্রার্থী তিনি!
যাইহোক প্রচারে নিজেকে ঘরের মেয়ে উল্লেখ করে ভারতীর বক্তব্য, “আজ থেকে আপনাদের রেশন কার্ডের শেষে আমার নামটা লিখে রেখে দিন। যখনই কোনও প্রয়োজন হবে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আমি তো পরিবারেরই লোক।"
ভারতী পুলিশ সুপার থাকাকালীন তৃণমূলের হয়ে ভোট করানো, শাসক দোলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে মামলা সাজানো সবই করেছেন বলে শোনা যায়। আর এবার বিজেপি প্রার্থী হয়ে সেগুলোই বুমেরাং হয়ে ফিরছে তার দিকে। বিজেপি শিবিরও পড়েছে চূড়ান্ত অস্বস্তিতে, অবস্থা এমনই গুরুতর যে দিলীপ ঘোষকেও ঢোক গিলে নামতে হয়েছে ড্যামেজ কন্ট্রোলে। তাঁকে পাশে নিয়ে দিলীপ ঘোষ বলেছেন " ভারতী ঘোষ যখন পুলিশ অফিসার ছিলেন, তখন সরকারের পাশাপাশি ওঁর বিরুদ্ধেও আমরা অভিযোগ করেছিলাম। এখন উনি আমাদের দলের কর্মী, প্রার্থী। সরকারে থাকতে ওঁকে যা সহ্য করতে হয়েছে, উনিও সেটা লোককে বলবেন।"
যাইহোক প্রচারে নিজেকে ঘরের মেয়ে উল্লেখ করে ভারতীর বক্তব্য, “আজ থেকে আপনাদের রেশন কার্ডের শেষে আমার নামটা লিখে রেখে দিন। যখনই কোনও প্রয়োজন হবে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আমি তো পরিবারেরই লোক।"
Loading...
কোন মন্তব্য নেই