জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে তাণ্ডব চালালেন পড়ুয়ারা।
নজরবন্দি ব্যুরোঃ নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে তাণ্ডব চালালেন পড়ুয়ারা। সোমবার রাতে ঘটনাটি ঘটে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না JNU-র উপাচার্য এম জগদেশ কুমার। অভিযোগ, সেই সময় বাড়িতে ছিলেন উপাচার্যের স্ত্রী। তাঁকে রীতিমতো হেনস্তা করা হয় বলে অভিযোগ। পরে পুলিস ও বিশ্ববিদ্যালয়ের অন্য অধ্যাপকদের স্ত্রীরা গিয়ে উপাচার্যের স্ত্রীকে উদ্ধার করেন।
তিনি এই ঘটনায় মারাত্মকভাবে মানসিক ধাক্কা পেয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা জড়িত বলে অভিযোগ।প্রসঙ্গত, JNU-তে অনলাইনে প্রবেশিকা পরীক্ষা হবে। তার বিরুদ্ধে আন্দোলনে বসেছেন বামপন্থী পড়ুয়ারা। সোমবার সন্ধ্যায় তাঁদেরই একাংশ উপাচার্যের বাড়িতে হাজির হয়েছিলেন বলে অভিযোগ।
Loading...
কোন মন্তব্য নেই