Header Ads

মেদিনীপুরে প্রাক্তন সিপিআই এম নেতার মৃতদেহ উদ্ধার। ধৃত ৩।

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে উদ্ধার হল মীর হেকারত নামে বছর ৫৮-র এক ব্যাক্তির দেহ। তিনি কেশপুরের নেড়াদেউল এলাকার বাসিন্দা ও দীর্ঘদিন সিপিএম দলের লোকাল কমিটির সম্পাদক ছিলেন। তবে রাজ্যে পালা বদলের পর ঘরছাড়া ছিলেন। মীর হেকারত থাকতেন মেদিনীপুর শহরের সিপাই বাজারে।

 বেশ কিছুদিন ধরে পার্টির সঙ্গে দূরত্ব বাড়িয়ে জমি কেনা বেচার কাজ শুরু করেছিলেন‌ তিনি। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান‌ , এই খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সুকুমার মাহাতো, পিন্টু মাহাতো ও সঞ্জয় মাহাতো নামের এই তিনজন হেকারতকে খুন করে মাটিতে পুতে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের জেরা করেই মৃতদেহ উদ্ধার করা হয়। জমি নিয়ে কোন‌ বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.