ঝড়ে অনশন-কারী হবু শিক্ষকদের তাঁবুতে ছিঁড়ে পড়ল ইলেকট্রিক তার!
নজরবন্দি ব্যুরো: হবু শিক্ষকদের অনশনের আজ ২৪ দিন। অনশনের ২৩ দিনের মাথায় অর্থাৎ গতকাল বড় রকমের বিপদের সামনে পড়তে হল অনশনকারী হবু শিক্ষকদের। শুক্রবার ঝড় ও বৃষ্টিতে SSC অনশনকারী চাকরি-প্রার্থীদের তাঁবুতে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ল। আর এই ঘটনায় অনশনকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে সেই তার সরান হয়।
গতকাল বিকেলের দিকে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে থাকে। তার জেরে প্রেস ক্লাবের সামনে SSC অনশনকারী চাকরি-প্রার্থীদের অস্থায়ী তাঁবুতে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে।
পাশাপাশি, একটি ইলেকট্রিক পোলও হেলে যায়। আতঙ্কিত অনশনকারীরা তাঁবু থেকে বেরিয়ে পড়েন। এক অনশনকারী বলেন, "জীবন হাতে রেখে আমাদের আন্দোলন করতে হচ্ছে। কারোর কিছু হয়ে গেলে তার দায় কে নেবে ? আমদের দাবি না মানা পর্যন্ত এই লড়াই আমরা চালিয়ে যেতে চাই।"
গতকাল বিকেলের দিকে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে থাকে। তার জেরে প্রেস ক্লাবের সামনে SSC অনশনকারী চাকরি-প্রার্থীদের অস্থায়ী তাঁবুতে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে।
Loading...
কোন মন্তব্য নেই