Header Ads

সাঁতরাগাছি স্টেশনে ফলকনামা এক্সপ্রেসে আগুন। ভস্মীভূত কামরা।

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার গভীর রাতে সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের একটি খালি কামরায় আগুন লাগে। আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় কামরাটি। রেল সূত্রে খবর, রাতে খালি অবস্থায় দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের ওই কামরাটিতে আচমকাই আগুন লেগে যায়। নির্দিষ্ট কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তি জানিয়েছেন, বিড়ি ধরানোর দেশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। ওই ব্যক্তির দাবি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.