Header Ads

কালবৈশাখী বনাম হবু-শিক্ষক মরণপণ লড়াই, পুলিশ সামলাচ্ছে বিজেপি-তৃণমূলের ধর্নামঞ্চ!!

নজরবন্দি ব্যুরোঃ চাকরি চাই চাকরি চাই, প্রবল ক্ষোভে চোখের জল আগলে রেখে কোলকাতার রাজপথ কে সঙ্গী করে অনশনে বসে রয়েছেন শত শত শিক্ষক পদপ্রার্থী। একপক্ষ কাল পেরিয়ে গেছে, বিরোধীদলের নেতারা আসছেন যাচ্ছেন শুধু কোন হেলদল নেই সরকারের। শীত পেরিয়ে বসন্তের ছোঁয়া নিয়ে গরমের আগমনী বার্তা দিচ্ছে কালবৈশাখী তবুও মাথায় ছাদ গড়ার অনুমতি দেয়নি পুলিশ। অগত্যা দিনের গরমে রাতের শীতে মৃত্যুভয়কে উপেক্ষা করে মৃত্যু অথবা চাকরির দাবীতে অনড় হবু শিক্ষকরা। আজ যে দৃশ্য কলকাতা দেখল তা এক কথায় মর্মস্পর্শী। আজ সন্ধ্যে থেকে নামা ঝড়বৃষ্টির দিনে একদিকে তৃণমূল এবং বিজেপির পরস্পর বিরোধী দাবীতে ধর্না মঞ্চের প্রস্তুতি যখন তদারকি করছে পুলিশ অনতিদূরে তখনই ত্রিপলকে হাতে ধরে অশক্ত শরীরে মাথা আর নিজেদের শরীর বাচানোর আপ্রান অপ্রতুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের শিক্ষকরা!
না তথাকথিত মিডিয়ার নজর ততটা পড়েনি সেদিকে, তাঁরা ব্যাস্ত ছিল তৃণমূল বিজেপির ধর্না মঞ্চ নিয়ে।
কলকাতার সংবাদ মাধ্যমের ধর্মস্থানের অনতিদূরে চরম অস্বাস্থকর পরিবেশে কি লড়াইটা করছেন এই হবু শিক্ষকরা তা চাইলে দেখে আসতে পারেন আপনিও, ওদের ভাল চাইতে নয় বরং প্রশাসনের চরম অপদার্থতাকে উপলব্ধি করতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.