যাদবপুরে যুদ্ধ, তৃণমূলের মিমির বিরুদ্ধে বামফ্রন্টের বিকাশ। আর কোথায় কে?
নজরবন্দি ব্যুরোঃ আজ আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান এক প্রেশ বিবৃতি দিয়ে জানান "সপ্তদশ লোকসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনীসূচী অনুযায়ী এরাজ্যে ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত সাত দফায় ভোট গ্রহণ হবে। লোকসভার এই নির্বাচনে দেশের শান্তি প্রতিষ্ঠা, ঐক্য ও সম্প্রীতি রক্ষা ও সর্বোপরি জনস্বার্থে বিজেপি-কে পরাস্ত করতে এবং এরাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল-কে পরাস্ত করতে আহ্বান জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট।
এই নির্বাচনে বিজেপি-তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা করা হয়। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আগে যা আলোচনা হয়েছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে পুরুলিয়া এবং বসিরহাট আসন দুটিতে কংগ্রেস প্রার্থী দিতে চায়। গত ১৩ই মার্চ বামফ্রন্টের বৈঠক হয়েছে। শুক্রবার বামফ্রন্টের বৈঠকের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে পুরুলিয়া আসনে ফরওয়ার্ড ব্লক এবং বসিরহাট আসনে সিপিআই প্রার্থী দিলেও কংগ্রেস যদি মনে করে এই দুটি আসনে জয়ের জন্য প্রার্থী দেবে তবে তারা তা দিতে পারে। উল্লেখ্য, এর আগেই বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে যে কংগ্রেসের জেতা চারটি আসনে বামফ্রন্ট কোন প্রার্থী দেবে না।
কংগ্রেসও অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে যে বামফ্রন্টের জেতা দুটি আসনে প্রার্থী দেবে না। সেই অনুযায়ী রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে প্রার্থীদের নাম বামফ্রন্ট আগেই ঘোষণা করেছে। এদিনের বৈঠকে এই দুটি কেন্দ্রসহ ২৫টি আসনের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ১৭টি আসনের কয়েকটিতে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, কয়েকটিতে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে। বামফ্রন্টের বাকি আসনগুলির প্রার্থীদের নাম দু-তিনদিনের মধ্যেই ঘোষণা করা হবে। এমনও হতে পারে দু-একটি আসনে উভয়পক্ষের সর্বসম্মত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।"
এক নজরে দেখেনিন বামেদের প্রার্থী তালিকা।
এক নজরে দেখেনিন বামেদের প্রার্থী তালিকা।


No comments