Header Ads

৪৮ জন আইনজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ যোগ দিলেন বিজেপি-তে।

নজরবন্দি ব্যুরোঃ দলবদল আর বিভিন্ন দলে যোগদানের পালা তীব্র গতি পেয়েছে রাজ্যে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দ্রুত হচ্ছে রাজনৈতিক দলগুলির শক্তি বৃদ্ধি আর হ্রাসের গতি। রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে এই মুহুর্তে দলবদল ঘটিয়ে নিজেদের দলে নেতা কর্মী তথা সমাজের অন্যস্তরের মানুষের নিয়ে আসার ব্যাপারে অন্যদের পিছনে ফেলেছে ভারতীয় জনতা পার্টি।

প্রতিদিনই প্রায় খবরের শিরোনামে থাকছে একাধিক নেতা কর্মীর বিজেপিতে যোগদানের খবর। তেমনই আজ দিলীপ ঘোষের নেতৃত্বে একঝাক আইনজীবী সহ বেশ কিছু সমাজের ভিন্ন স্তরের মানুষ যোগ দিলেন গেরুয়া ব্রিগেডে। উত্তর ২৪ পরগনার বারাসাত কোর্টের ৪৮ জন আইনজীবী আর ৬৮ জন ক্লার্ক আজ দিলীপ ঘোষের হাত ধরে যোগ দেন বিজেপি-তে।
পাশাপাশি বাঁকুড়া ইউনিভার্সিটির অধ্যাপক সোমেন অধিকারী, মন্ত্রী জাভেদ খানের প্রাক্তন আপ্ত সহায়ক শেখ রফিক সরকার। বাঁকুড়ার কমল চ্যাটার্জী এবং কতুলপুরের শুভজিত দত্তগুপ্ত এদিন দিলীপ ঘোষের হাত ধরে যোগদান করেন বিজেপিতে। এদিন টিউসিসি মিশে যায় বিজেপির সাথে।
অন্যদিকে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া হাবিবপুরের সিপিআইএম বিধায়ক খগেন মুর্মু, তৃণমূলের সাংসদ সউমিত্র খাঁ এবং বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর কে বিজেপিতে যোগদানের জন্যে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.