Header Ads

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের!

নজরবন্দি ব্যুরো: বিজেপি শিবিরে যোগ দেবার ঠিক পরেই ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করলেন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। এমনটাই খবর জানা গিয়েছে।

সদ্য মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগ দিয়েছেন তৃণমূলের ৪ বারের বিধায়ক অর্জুন সিং।
গতকাল দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে এমনকি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অর্জুন বলেন, "মা মাটি মানুষ এখন মানি মানি মানি ছাড়া আর কিছুই নয়।" এবিষয়ে সম্রাট তপাদার বলেন, "অর্জুন সিং একথা বলে রাজ্য সরকার ও সাধারণ মানুষকে অপমানিত করেছেন।" তাই তাঁর বিরুদ্ধে আজ টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.