SSC-র নিয়োগে অনিয়মের প্রমাণ আছে! পাঁচ সদস্যের কমিটির দিকে তাকিয়ে অনশনকারীরা।
নজরবন্দি ব্যুরো: হবু শিক্ষকদের অনশন মঙ্গলবার ২৭ দিনে পড়ল। তাঁদের সমস্যার সুরাহায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গড়া পাঁচ সদস্যের কমিটির কাছে আজ, মঙ্গলবার লিখিত অভিযোগ জানাবেন অনশন-কারী পরীক্ষার্থীরা।
এক অনশন-কারী বলেন, ‘‘ওই কমিটিতে স্কুলশিক্ষা দফতরের সচিব মণীশ জৈন, কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার সহ পাঁচ জন রয়েছেন।
আমরা একাধিক প্রমাণ নিয়ে মঙ্গলবার বিকাশ ভবনে ওনাদের কাছে যাচ্ছি। লিখিত অভিযোগ জমা দেব। নথি দিয়ে প্রমাণ করব, এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।’’
SSC-র ওয়েটিং লিস্টে যে নানা অসঙ্গতি রয়েছে, মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশন-মঞ্চে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিদ্বজ্জনদের সামনে তা তুলে ধরছেন অনশন-কারীরা।
এ দিন তাঁরা ফের দাবি করেন, ওয়েটিং লিস্টে শুধু র্যাঙ্ক জানালে হবে না, তাঁরা কত নম্বর পেয়েছেন, তা জানানো হোক।
এক অনশন-কারী বলেন, ‘‘ওই কমিটিতে স্কুলশিক্ষা দফতরের সচিব মণীশ জৈন, কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার সহ পাঁচ জন রয়েছেন।
আমরা একাধিক প্রমাণ নিয়ে মঙ্গলবার বিকাশ ভবনে ওনাদের কাছে যাচ্ছি। লিখিত অভিযোগ জমা দেব। নথি দিয়ে প্রমাণ করব, এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।’’
SSC-র ওয়েটিং লিস্টে যে নানা অসঙ্গতি রয়েছে, মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশন-মঞ্চে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিদ্বজ্জনদের সামনে তা তুলে ধরছেন অনশন-কারীরা।

No comments