জোট ভবিষ্যতে শেষ পেরেক পুঁতে আজ ২৫ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের!
এই রাজ্যে কংগ্রেসের প্রার্থীরা হলেন:
১। কলকাতা দক্ষিণ কেন্দ্রে মিতা চক্রবর্তী
২। শ্রীরামপুরে দেবব্রত বিশ্বাস
৩। ঝাড়গ্রামে যোগেশ্বর হেমব্রেম
৪। আরামবাগে জ্যোতি দাস
৫। বিষ্ণুপুরে নারায়ণচন্দ্র খাঁ
৬। বোলপুরে অভিজিত্ সাহা
৭। বারাকপুরে মহম্মদ আলম
৮। বীরভূমে ইমাম হোসেন
৯। মথুরাপুরে কৃত্তিবাস সর্দার
১০। দমদমে সৌরভ সাহা
১১। রানাঘাটে মিনতি বিশ্বাস
১২। বারাসতে সুব্রত দত্ত
১৩। জয়নগরে তপন মণ্ডল
১৪। হাওড়ায় শুভ্রা ঘোষ
১৫। হুগলীতে প্রতুল সাহা
১৬। কাঁথিতে দীপক কুমার দাস
১৭। মেদিনীপুরে শম্ভুনাথ চট্টোপাধ্যায়
১৮। ডায়মন্ডহারবারে সৌম্য আইচ রায়
১৯। বনগাঁয় সৌরভ প্রসাদ
২০। বসিরহাটে কাজি আবদুর রহিম
২১। জয়নগরে তপন মণ্ডল
২২। বর্ধমান পূর্বে সিদ্ধার্থ মজুমদার
২৩। বর্ধমান-দুর্গাপুরে রণজিত্ মুখোপাধ্যায়
২৪। কৃষ্ণনগরে ইনতাজ আলি শাহ
২৫। উলুবেড়িয়ায় সোমা রাণীশ্রী রায়ের নাম।

No comments