Header Ads

নাটকীয় ২৬ বনাম অবর্ণনীয় ২৭! হবু শিক্ষকরা ভাঙলেন মমতার 'রেকর্ড'।

নজরবন্দি ব্যুরোঃ তিনি তখন বিরোধী দলনেত্রী, রাজ্যের ক্ষমতায় বামপন্থীরা। সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধ করতে এবং কৃষকদের কৃষিজমি ফেরতের দাবীতে অনশনে বসেছিলেন মঞ্চ বেঁধে। ২৬ দিনের টানা অনশন, যদিও তার প্রমাণ তিনি নিজেই এবং তৃণমূল কর্মীরা। সরকারি ডাক্তারকেও তার শারিরিক অবস্থা পরীক্ষা করতে দেওয়া হয়নি।
দীর্ঘ ২৬ দিনের অনশনে একাধিক শারীরিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে, বেড়ে গিয়েছিল ওজন। এই তিনি আর কেউ নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ওপর ভর করেই তিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছে বিপুল জনসমর্থন নিয়ে।
এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড ভেঙে গেল তারই জমানায়। কোলকাতার মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে গত ২৭দিন ধরে অনশন করছেন রাজ্যের হবু শিক্ষকরা। নিয়োগের দাবীতে। চরম অস্বাস্থকর পরিবেশ, অবর্ণনীয় প্রতিকূলতা এবং সরকারী অসহযোগিতা কে উপেক্ষা করে লোকচক্ষুর সামনে চাকরি প্রার্থীরা ভেঙে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন রেকর্ড।
কালবৈশাখী, রোদ, বৃষ্টি, শৈত্য প্রবাহ, মশার কামড় আর পুলিশি অতিসক্রিয়তা কনকিছুই দমাতে পারেনি তাঁদের। প্রায় ১০০ জন অসুস্থ, তবুও চোয়াল শক্ত ওদের। তাই আজ এই চাকরিপ্রার্থীদের সমর্থনে সুদূর আলিপুরদুয়ার কলেজ মোড়ে অনশনে বসেছেন কয়েকজন সমাজকর্মী। রূপন দাস, বিমান সরকার এবং সুজন মজুমদার বসেছেন প্রতিকী অনশনে। এরা সবাই আক্রান্ত আমরার সদস্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.