Header Ads

শূন্য পদ নিয়ে বিতর্কের মাঝে কি জানালেন কমিশনের চেয়ারম্যান? পড়ুন

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের মধ্যে ক্লাস ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক পরশু প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
এর সঙ্গে তৃতীয় কাউন্সেলিংয়ের জন্য চূড়ান্ত শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু, ঠিক কত শূন্যপদে হতে চলেছে ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং? এস এস সি-র চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, তৃতীয় কাউন্সেলিং শুরুর সময় যা বলেছিলেন তার থেকে অনেক কম শূন্যপদে হচ্ছে। ঠিক কতগুলি শূন্যপদে তৃতীয় কাউন্সেলিং হচ্ছে? নির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয় বলে এড়িয়ে যান।
জানা গিয়েছে, ৭৫০ নয়, ৪৯৩টি শূন্যপদে হতে চলেছে তৃতীয় কাউন্সেলিং।
যার জন্য ২৮৬ জন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীকে ডাকা হয়েছে তৃতীয় কাউন্সেলিংয়ে।

প্রসঙ্গত, গত মাসে ক্লাস নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং শুরুর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ১৯ ও ২০ মার্চ হবে ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং। সেদিনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছিলেন, ইলেভেন-টুয়েলভের শূন্যপদ প্রায় ৭৫০।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.