Header Ads

এবার লোকসভাতে নির্দল বিহারী বাবু?

নজরবন্দি ব্যুরোঃ তাহলে কি এবার ভোটে বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবেন না বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা? বিজেপি সূত্রে খবর সেই রকমই। তাঁর বদলে প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তবে শত্রুঘ্ন সিনহা ঐ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। তাঁকে সমর্থন করবে কংগ্রেস। ২০১৪ সালে বিজেপির টিকিটেই পটনা সাহিব কেন্দ্র থেকে কংগ্রেসের কুণাল সিংকে হারিয়ে সাংসদ হন শত্রুঘ্ন।


 কিন্তু মোদী জামানাতে তিনি সেভাবে সুবিধে করতে পারেননি। সব সময় মোদীর সমালোচনা করে গিয়েছেন। এবং বিরোধীদের বিভিন্ন সভাতে তাঁকে দেখা গিয়েছে বারবার। কখনও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের বাড়ি গিয়ে কখনও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগ্রেডে বিরোধীদের মহাজোট মঞ্চে এসে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। ফলে তিনি যে এবার টিকিট পাবেন না তা এক কথায় পাক্কা ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.