Header Ads

ভোটের মুখে এবার খোদ কোলকাতাতে লালের ঘর ভাঙল তৃণমূল!

নজরবন্দি ব্যুরোঃ এবার খোদ কোলকাতাতে বামদের ঘর ভাঙল তৃণমূল। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বাম কাউন্সিলর নিবেদিতা শর্মা। তিনি ৬৫ নম্বর ওয়ার্ডে আরএসপি কাউন্সিলর ছিলেন। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর স্বামী প্রাক্তন মেয়র পারিষদ সুশীল শর্মাও। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে তাঁরা নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন।

 ৬৫ নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন বাম দখলে রয়েছে। আগে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর তেকে মেয়র পারিষদ (আলো) হয়েছিলেন আরএসপির সুশীল শর্মা। কিন্তু ২০১৫ সালে নির্বাচনে ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় সেখানে দাঁড় করানো হয়েছিল তাঁর স্ত্রী নিবেদিতা শর্মাকে। এদিন তৃণমূলে যোগ দিয়ে নিবেদিতা শর্মা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.