Header Ads

নির্বাচনের কথা মাথায় রেখে হোলি উৎসবে যাবেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের বাজনা বেজে গিয়েছে আগেই। আর এবারের লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। সেটা ভাল করে জানেন তৃণমূলের নেতারা। এই পরিস্থিতিতে জনসংযোগের জন্য রঙের উৎসবকেই পুঁজি করেছে তৃণমূল। তাতে সামিল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত নির্বাচন গুলি থেকে স্পষ্ট রাজ্যের অবাঙালি ভোটের সিংহভাগই পেয়েছিল তৃণমূল।
রাজ্যের বেশ কয়েকটি আসনে তারাই নির্ণায়ক শক্তি। কিন্তু গত এক বছরে বাংলায় পদ্ম ফুল ফুটতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। মনে করা হচ্ছে তাতেই থাবা পড়েছে জোড়া-ফুলের অবাঙালি ভোট ব্যাংকে। তাই লক্ষ্য, অবাঙালি ভোট ফের তৃণমূল মুখী করা।
তার জন্য রাজ্যের শাসক দল ইতিমধ্যেই গঠন করেছে হিন্দি সেল।

নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই গঠন করা হয়েছে হিন্দি সেল। এই সেলের দায়িত্ব আছেন দীনেশ বাজাজ। ওই সেলের প্রধান উপদেষ্টাও তিনি। সেলের সভাপতি মণিপ্রসাদ সিং, আহ্বায়ক রাজেশ সিনহাচ।‌ সামনে রঙের উৎসব। তাই হিন্দি সেলের বিশেষ উদ্যোগ হোলি উৎসব। আগামী মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই হোলি উৎসব। আর এই উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.