Header Ads

শক্রুঘ্নের বদলে রবিশঙ্কর প্রসাদ!

নজরবন্দি ব্যুরো: পার্টির গুরুত্বপূর্ণ সদস্য হয়েও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বারে-বারে সরব হয়েছেন তিনি। তিনি সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
যোগ দিয়েছেন বিরোধী শিবিরের কলকাতার মহা র‍্যালিতে। এর ফলে পদ্ম শিবিরের কাছে তিনি এখন দলের শত্রুতে পরিণত হয়েছেন। এর ফলে পরিষ্কারই ছিল ‘বিহারী বাবু’ শত্রুঘ্ন সিনহাকে আর এবার টিকিট দেবে না বিজেপি।
কিন্তু, বিহারের পাটনা সাহিব লোকসভা আসন থেকে কে দাঁড়াবেন? তা নিয়ে বিজেপির মধ্যে ছিল বহু বিতর্ক। জয়ী প্রার্থীকে বদল করে নতুন মুখ, নাকি পুরোন মুখ এনেই ওই আসনে বাজি মাত করা হবে।
শনিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আলোচনা হয় দীর্ঘক্ষণ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত সাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের প্রথম সারির নেতারা। প্রাথমিক পর্যায়ের আলোচনায় জনপ্রিয় শত্রুঘ্ন সিনহার জায়গায় নাম উঠে এসেছে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নাম। তবে আরও বেশ কয়েকটি নাম উঠে আসে। তবে এখনও পর্যন্ত যা খবর, দলের বেশিরভাগ নেতারা চান ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.