হয় চাকরি নয় মৃত্যু, অতনুর ছবি বুকে নিয়ে কালবৈশাখী সামলে শপথ হবু শিক্ষকদের।
অগত্যা দিনের গরমে রাতের শীতে মৃত্যুভয়কে উপেক্ষা করে মৃত্যু অথবা চাকরির দাবীতে অনড় হবু শিক্ষকরা। রাজপথে মর্মস্পর্শী দৃশ্য ধিরে ধিরে গা সওয়া হয়ে যাচ্ছে নিত্য যাত্রীদের তবুও কোন হুশ নেই সরকারের। পরশু সন্ধ্যে থেকে নামা ঝড়বৃষ্টি নির্দিষ্ট সময় জুড়ে মাঝে মধ্যেই তাঁর দাপট দেখাচ্ছে।
আজ সন্ধ্যে থেকেও দাপট অব্যাহত কালবৈশাখীর। সেই কালবৈশাখীর দাপট কে রুখে দেওয়ার জন্যে রাজনৈতিক শক্তপোক্ত মঞ্চ নেই হবু শিক্ষকদের তাই ত্রিপলকে হাতে ধরে অশক্ত শরীরে মাথা আর নিজেদের শরীর বাচানোর আপ্রান অপ্রতুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের শিক্ষকরা!
কলকাতার সংবাদ মাধ্যমের ধর্মস্থানের অনতিদূরে চরম অস্বাস্থকর পরিবেশে গত ১৮ দিন কি লড়াইটা করছেন এই হবু শিক্ষকরা তা চাইলে দেখে আসতে পারেন আপনিও, ওদের ভাল চাইতে নয় বরং প্রশাসনের চরম অপদার্থতাকে উপলব্ধি করতে।
কোন মন্তব্য নেই