Header Ads

পুলওয়ামায় নিহত শহীদ পরিবারের পাশে বসিরহাট।

নজরবন্দি ব্যুরোঃ উরি ও পুলওয়ামায় নিহত শহীদ জওয়ানের পরিবারের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে academy of people's awareness, সহযোগীতায় পথের পাঁচালি। আজ অনুষ্ঠানে হাজির ছিলেন পুলওয়ামায় নিহত সুদীপ বিশ্বাসের মা মমতা বিশ্বাস ও উরি হামলায় নিহত আজিজুল হকের মা ও বাবা।
সংস্থার পক্ষ থেকে তাঁদের হাতে ১০০০০ টাকা ও রৌপ্য ফলক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত,নৃত্যের সাথে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল সন্ত্রাসবাদ ও বর্তমান ভারত। আলোচনায় উপস্থিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক ভাস্কর চন্দ্র দাস,প্রদীপ মুখার্জী ও মইদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ সুভাষ কুন্ডু ও বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য।সংস্থার সম্পাদক বিশ্বজিৎ সরদার জানান,"আজকের এই অনুষ্ঠানের আয়োজনের লক্ষ্য শহীদ পরিবার কে শ্রদ্ধা জ্ঞাপন,আর্থিক ভাবে তাদের পাশে দাঁড়ানো ও সারা বিশ্বের কাছে শান্তির বার্তা দেওয়া।"
কভারের ছবিঃ শহীদ সুদীপ বিশ্বাসের মা

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.