Header Ads

এই মরশুমের আই এস এল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি।

নজরবন্দি ব্যুরোঃ রবিবার ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে এ বছর  আইএসএল চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফসি। গোল করলেন রাহুল ভেকে। এদিন ম্যাচের শুরুর থেকেই এগিয়ে ছিল বেঙ্গালুরু। প্রথমমার্ধে মিকু বক্সের মধ্য়ে থেকে গোল করতে ব্যর্থ হন। দুটি ক্ষেত্রেই গোয়ার রক্ষণের নবীন কুমার দলের ত্রাতা হয়ে ওঠেন। প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য অবস্থাই।

দ্বিতীয়ার্ধে শুরুতে একেবারে সহজ সুযোগ হারায় বেঙ্গালুরু। মিকুই ১০ গজের মধ্যে থেকেও ভলি গোলে রাখতে পারেননি।অতিরিক্ত সময়েও দুই দলের মধ্যে ব্যবধান তৈরি হয়নি। খেলা পেনাল্টি সুটআউটে গড়াবার ২৩ মিনিট আগে দিমাস দেলগাদোর কর্নার কিক থেকে একমাত্র গোলটি করেন ভেকে। এবং তার গলেই ১-০ র ব্যবধানে প্রথম বার চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফসি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.