Header Ads

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। দেশ হারাল এক ব্যতিক্রমী রাজনীতিবিদকে।

নজরবন্দি ব্যুরোঃ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর প্রয়াত। অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৩ বছর। গত অক্টোবরে গোয়ার সরকার মুখ্যমন্ত্রীর অসুস্থতার কথা ঘোষণা করেছিল। ধীরে ধীরে কর্কট রোগ ছড়িয়ে পড়েছিল যকৃতেও। গত কয়েকদিনে অবস্থার আরও অবনতি হয়। অবশেষে চিকিত্সককদের সব লড়াই এদিন শেষ হয়ে যায়। মনোহর পার্রিকরই দেশের প্রথম আইআইটি প্রাক্তনী বিধায়ক।


 আইআইটিতে থাকতে থাকতেই সংঘ পরিবারের সদস্য হয়ে ওঠা ও সেখান থেকে সংসদীয় রাজনীতিতে। অবশেষে 'জনসাধারণের মুখ্যমন্ত্রী' হিসেবে পরিচিত হন তিনি। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের ভারও সামলেছেন।১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর তারিখে জন্মগ্রহন করেছিলেন মনোহর পার্রিকর। মারাঠিতে মাধ্যমিক দিয়েছিলেন তিনি। তারপর মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন আইআইটি বম্বে-তে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি বিশিষ্ট প্রাক্তনী হিসেবে তাঁকে সংবর্ধনা দিয়েছিল।

 মনোহর পার্রিকরের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের যোগাযোগ অনেক দিনের। স্কুলে পড়াকালীনই তিনি সংঘের 'মুখ্য শিক্ষক' হয়ে উঠেছিলেন। আইআইটি থেকে স্নাতক হয়ে তিনি ফের সংঘের কাজে যোগ দিয়েছিলেন। মাপুসায় নিজস্ব ব্যবসা খোলার পাসাপাশি মাত্র ৩৬ বছর বয়সে 'সংঘচালক' হয়ে ওঠেন। উত্তর গোয়ায় 'রাম জন্মভূমি আন্দোলন' সংঘটিত করায় তাঁর মুখ্য ভূমিকা ছিল।

 গতমাসেই গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে শনিবার সংবাদমাধ্যমকে জানান রাজ্যের বিজেপি নেতা তথা বিধানসভার ডেপুটি স্পিকার মাইকেল লোবো। এর পর এ দিন সন্ধ্যার দিকে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁর মৃত্যুতে আগামিকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র।পর্রীকরের মৃত্যুতে সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিশেষ শোকসভার আয়োজন হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.