ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারমন কে সম্বর্ধনা বিজেপি শিক্ষক সেলের।
নজরবন্দি ব্যুরোঃ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারমন এসেছেন কলকাতায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর কির্তীর জন্যে তাঁকে আজ সম্বর্ধিত করল বিজেপি শিক্ষক সেল। সল্টলেকের ইজেড অডিটোরিইয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সম্বর্ধনা দেন বিজেপি শিক্ষক সেলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ডঃস্বনেন্দু মণ্ডল, শমিষ্ঠা দে সহ অন্নান্যরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ঘটনায় শহীদ হন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। যার মধ্যে ছিলেন বাংলার দুই বীর, হাওড়ার বাবলু সাঁতরা এবং নদীয়ার সুদীপ বিশ্বাস। এই নজিরবিহীন জঙ্গি হামলার কয়েকদিন পরেই পাল্টা হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনা জঙ্গি ঘাঁটি লক্ষ করে ১০০০ কেজি বোমা বর্ষন করে।
পাশাপাশি ভারতের আকাশে ঢুকে পড়া পাকিস্তানি এফ ১৬ ফাইটার জেটকে তাড়া করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে গুলি করে নামায় ভারতীয় মিগ ২১। যার চালক অভিনন্দন বর্তমান কে পাকিস্তান আটক করে এবং পরে ভারতের হাতে ফিরিয়ে দেয়।
বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন কে সম্বর্ধনা দিয়ে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের গর্ব। তাই পশ্চিমবঙ্গের বিজেপি শিক্ষক সেল তাঁকে সম্বর্ধনা দিল। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত WBPTTA-র সভাপতি পিন্টু পাড়ুই বলেন, নির্মলা জী শুধু প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন নি বরং ভারতীয় নারিশক্তির পরিচয় দিয়েছেন বিশ্ব কে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ঘটনায় শহীদ হন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। যার মধ্যে ছিলেন বাংলার দুই বীর, হাওড়ার বাবলু সাঁতরা এবং নদীয়ার সুদীপ বিশ্বাস। এই নজিরবিহীন জঙ্গি হামলার কয়েকদিন পরেই পাল্টা হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনা জঙ্গি ঘাঁটি লক্ষ করে ১০০০ কেজি বোমা বর্ষন করে।
বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন কে সম্বর্ধনা দিয়ে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের গর্ব। তাই পশ্চিমবঙ্গের বিজেপি শিক্ষক সেল তাঁকে সম্বর্ধনা দিল। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত WBPTTA-র সভাপতি পিন্টু পাড়ুই বলেন, নির্মলা জী শুধু প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন নি বরং ভারতীয় নারিশক্তির পরিচয় দিয়েছেন বিশ্ব কে।
কোন মন্তব্য নেই