নেহরা ও লিয়েন্ডারকে আদর্শ করে মাঠে ফিরতে চান শ্রীশান্ত।
নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্ট শ্রীশান্তের আজীবন নির্বাসনের সাজা তুলে নেওয়ার আবেদন মেনে না নিলেও বিসিসিআইকে এই আবেদন পুনর্বিবেচনার জন্য ৩ মাস সময় দিয়েছে। এই নির্দেশের পর দারুণ খুশি শ্রীশান্ত। কিন্তু তিনি কি আবার মাঠে ফিরতে পারবেন? কারণ এখন তাঁর বয়স ৩৬ বছর। কিন্তু মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।তিনি জানিয়েছেন,
এখনও নিয়মিত অনুশীলন করে তিনি নিজেকে ফিট রেখেছেন। ঘরোয়া টি২০ ও টি১০ ক্রিকেট খেলছেন। তিনি জানিয়েছেন বয়স নিয়ে তিনি আদৌ চিন্তিত নন। এই ব্যাপারে তাঁর আদর্শ ভারতের প্রাক্তন জোরে বোলার আশীষ নেহরা ও টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।

No comments