Header Ads

জোট নিয়ে হাইকমান্ডের হস্তক্ষেপ দাবি করল বঙ্গ কংগ্রেস!

নজরবন্দি ব্যুরো: রাজ্যের শাসক দল যখন প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তখনও জোট সমস্যার সমাধান করতে ব্যর্থ সিপিআই(এম) ও কংগ্রেস নেতৃত্ব।
জোট সমস্যার সমাধান করতে, হাইকমান্ডের হস্তক্ষেপ চাইলেন প্রদেশ কংগ্রেস নেতারা। পাশাপাশি, জোট নিয়ে জটিলতা ঘিরে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি সীতারাম ইয়েচুরিকে জানাল আলিমুদ্দিন।
কংগ্রেসের অভিযোগ , তাদের কোনও প্রস্তাবকে পাত্তা দিচ্ছে না সিপিআই(এম)। রায়গঞ্জ, মুর্শিদাবাদ ছেড়ে কংগ্রেস যে সদর্থক বার্তা দিয়েছে, তার‌ও অসম্মান করছে এই রাজ্যের বাম নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রস্তাব ছিল,জেলা পিছু অন্তত একটা করে আসন দেওয়া হোক কংগ্রেসকে। যাতে কংগ্রেস কর্মীদের মনোবল অটুট থাকে।
অভিযোগ, সেই প্রস্তাব মানতে রাজি নয় সিপিআই(এম)।
৪২টি লোকসভা আসনের মধ্যে ১৭টি কংগ্রেস ও বাকি ২৫টি আসনে বামেরা লড়বে। সূত্র মারফত জানা গিয়েছিল, এমনটাই স্থির হয়েছিল প্রথমে। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছিল, কেউ-ই কারোর কোনও জেতা আসনে প্রার্থী দেবে না। কিন্তু কংগ্রেসের দাবি, এখন ১৭টা আসন দেওয়ার কথা রাখছে না সিপিআই(এম)। ১৭টার বদলে ১১টা আসন দিতে চাইছে আলিমুদ্দিন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.