প্রতিদ্বন্দ্বী মুনমুন সেন কে নিয়ে কি বললেন বাবুল সুপ্রিয়?
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী হিসাবে মুনমুন সেনের নাম ঘোষণার পরই, পাল্টা টুইটে মুনমুন সেনকে নিয়ে 'সেনসেশনাল উপহার' বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়ো। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরই তাঁকে 'আনকালচার্ড' বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানত এই সব বিষয় নিয়ে এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয়।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল এদিন বলেন, 'গতবার ছিলেন দোলা সেন। এইবার রয়েছেন মুনমুন সেন।দেখা হলে কফি খাব একসঙ্গে। এতে আমার পার্টির কোনও আপত্তি নেই। 'এদিন বাবুল সুপ্রিয়ো আরও জানান, গত লোকসভা ভোটে তৃণমূল তাঁর বিরুদ্ধে বহু কটুক্তি করেছে।তবে তৃণমূলের প্রার্থী দোলা সেন বাবুলের বিরুদ্ধে ব্যাক্তিগতস্তরে কোনও কুমন্তব্য করেননি। বাবুলের আশা এইবারেও ভোটে কোনও কুমন্তব্য উঠে আসবে না।
বাবুল দাবি করেছিলেন আসানসোল কেন্দ্র থেকে তিনি ২ লাখ ভোটে মুনমুনকে হারিয়ে দেবেন। এদিন, মুনমুন সম্পর্কে মন্তব্য করতে দিয়ে তিনি জানান, দু'জনেই তাঁরা বন্ধু। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে তাঁদের সম্পর্ক যেন বন্ধুর মতোই থাকে, এমনই আশা করছি আমি।
বাবুল দাবি করেছিলেন আসানসোল কেন্দ্র থেকে তিনি ২ লাখ ভোটে মুনমুনকে হারিয়ে দেবেন। এদিন, মুনমুন সম্পর্কে মন্তব্য করতে দিয়ে তিনি জানান, দু'জনেই তাঁরা বন্ধু। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে তাঁদের সম্পর্ক যেন বন্ধুর মতোই থাকে, এমনই আশা করছি আমি।

No comments