Header Ads

মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দল-নেত্রী, ততদিন আমি তৃণমূলেই আছি: শুভ্রাংশু রায়

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে দল বদলের খেলা চলছে। এই রকম পরিস্থিতিতে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় কি করবেন বা তিনি কি বিজেপিতে নাম লেখাচ্ছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দল-নেত্রী আছেন, ততদিন তিনি তৃণমূলে থাকবেন।
দল ছাড়ার কোনও প্রশ্ন-ই ওঠে না এখন। সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন বিজপুরের বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আর তারপরই উঠতে শুরু করেছে আলাদা একটা প্রশ্ন।

শুভ্রাংশু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দল-নেত্রী, ততদিন আমি তৃণমূলেই আছি।" তাঁর এই কথার প্রেক্ষিতেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান? তার পরে কি করবেন? সাংবাদিকদের মুখের কথা কেড়ে নিয়ে শুভ্রাংশু রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের দায়িত্বভার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে অর্পণ করা হয়, তাহলে তাঁকেই নেতা মানব। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা হিসেবে যাকে বসিয়ে দেবেন, আমি তাঁকেই নেতা বা নেত্রী বলে মানব।
সেটা দিলীপ ঘোষ হোক বা সুজন চক্রবর্তী হোক।"

মুকুল রায়ের হাত ধরে দিল্লিতে বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার ৪ বারের তৃণমূল বিধায়ক অর্জুন সিং। সাংবাদিক বৈঠকে এবিষয়ে প্রশ্ন করা হলে, মন্তব্য করতে রাজি হননি শুভ্রাংশু রায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.