Header Ads

আবার আইপিএলের ময়দানে মাহারাজ!

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট থেকে অবসর গ্রহন করেছেন প্রায় এক দশক হয়ে গেল। তবুও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি সৌরভের। আর শুধু জনপ্রিয়তাই নয়।ক্রিকেটিও ক্ষুরধার অভিজ্ঞতা ও বুদ্ধির দিক থেকেও তিনি গোটা ক্রিকেট বিশ্বে পরিচিত।

এই রকম এক জন মানুষকে কাজে লাগাতে কে না চাই। তাই আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা নিযুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উল্লেখ্য দিল্লির হেড কোচ রিকি পন্টিং।আবার আইপিএলে পন্টিং-সৌরভ যুগলবন্দি। এবার দিল্লিতে। প্রথম আইপিএলে নাইটদলে ছিলেন দুই প্রাক্তন তারকাই। তাহলে কি আবার

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.