Header Ads

লোকসভা নির্বাচনে প্রচারের জন্য বিজেপি প্রকাশ করল মোদীকে নিয়ে গান।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তৈরি প্রচার গান প্রকাশ করল বিজেপি। গানে গলা মিলিয়েছেন, সরলা শিন্ডে, শৈলেন্দ্র নিসারগন্ধ এবং অভিজিত্ শিন্ডে। গানে শেষ ৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে তুলে ধরা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জাতীয় সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে এই গানে।

নির্বাচনের সময়ে সাধারণ জনগণের কাছে পৌঁছতে বিভিন্ন উপায় অবলম্বন করছে বিভিন্ন রাজনৈতিক দল। তাতে বাদ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল বিজেপি। এরই মধ্যে বিজেপির তরফে যাঁদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের সবার নামের আগে চৌকিদার শব্দ যোগ করা হয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হল প্রধানমন্ত্রীর জন্য প্রচার গান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.